১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৯:২৫ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অসাংবিধানিক, এ সরকারকে কেউ ভোট দেননি: জয়
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২৪
অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অসাংবিধানিক, এ সরকারকে কেউ ভোট দেননি: জয়

গত বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকার গঠনের একদিন না পেরোতেই সরকারকে আক্রমণ করে বসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।


জয় বলছেন, নতুন এ সরকার অসাংবিধানিক। কারণ এ সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমর্থন নেই। কেউ এ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি। আর তাই বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন তিনি।


যুক্তরাষ্ট্র থেকে জয়ের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। সেখানেই এসব কথা বলেছেন জয়। খবর আনন্দবাজার।


সাক্ষাৎকারে জয় বলেন, ‘আমরা সকলে চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। সামান্য কয়েক জনের মাধ্যমে নির্বাচিত কোনও সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে। বাংলাদেশে ১৭ কোটি মানুষ রয়েছেন। সেখানে ২০ থেকে ৩০ হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু। তারা সরকার ঠিক করতে পারেন না। এ সরকারের জন্য কেউ ভোট দেননি।’


ড. ইউনূসের সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে জয় আরও বলেন, ‘এই সরকার ক্ষমতায় এসেছে এক সপ্তাহও হয়নি। তারা আদৌ বাংলাদেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে পারবে কি না, তা নিয়ে আমার‌ সন্দেহ রয়েছে। ক্ষমতায় আসা এক জিনিস, আর সরকার চালানো আর এক জিনিস। এই সরকারের কথা কে শুনবে?’


তিনি বলেন, ‘আমাদের দলের ১০ কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে। তাঁরা তো এই সরকারকে সমর্থন করেননি। তাঁদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না। কী ভাবে কী হয়, আমরা দেখব।’


বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বনেওয়ার পর দেশ সংস্কারের কথা জানিয়েছেন ড. ইউনূস। তবে নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন, ‘ইতিমধ্যে এই সরকার ভুল করতে শুরু করেছে। তারা জানিয়েছে, নির্বাচন তাদের অগ্রাধিকার নয়। অগ্রাধিকার হল আগের সরকারের ভুলের বিচার। কিন্তু তাদের এ দেশ সংস্কারের অধিকার তো কেউ দেননি! বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই। এ ভাবে দেশ চলতে পারে না।’ 


ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করে শেখ হাসিনা। বর্তমানে ভারতের দিল্লিতেই রয়েছেন তিনি। শেখ হাসিনার দেশত্যাগের পর জয় জানিয়েছিলেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। ফিরবেন না বাংলাদেশেও। কারণ তাঁর মা অত্যন্ত হতাশ।


কিন্তু তার পরে আর এক সাক্ষাৎকারে জয় দাবি করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। তখন জয় নিজেও বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন।


শেয়ার করুন