২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:০৩:০০ অপরাহ্ন
ক্ষুব্ধ বাংলাদেশ, রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৪
ক্ষুব্ধ বাংলাদেশ, রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। এর জেরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে গতকাল তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বেলা ১১টার দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে        তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশের উদ্বেগের কথাও জানান।


রাষ্ট্রদূতকে তল?বের প্রসঙ্গে মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। প্রতিবাদ জানানোর জন্য আমরা তাকে ডেকেছিলাম।


মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে সোমবার দুপুরে বান্দরবানের এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। নিহত আরেকজন রোহিঙ্গা পুরুষ।


শেয়ার করুন