২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৫:৫০ অপরাহ্ন
দেশে বাড়ল মাথাপিছু আয়
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৪
দেশে বাড়ল মাথাপিছু আয়

গত অর্থবছরে (২০২২-২৩) দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে (২০২১-২২) ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। এ ছাড়া ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার মোট দেশজ উৎপাদন বা জিডিপি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে টাকায় প্রকাশ করা হয়েছে মাথাপিছু আয়।

 

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের কৃষিতে উৎপাদন বাড়লেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে কৃষিতে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ, আগের অর্থবছরে (২০২১-২২) ছিল ৩ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের ৯ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি কমে ২০২২-২৩ অর্থবছরে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে।


এ ছাড়া সেবা খাতেও ৬ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি কমে ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।

 

টাকার অঙ্কে মাথাপিছু আয় বাড়লেও মূল্যস্ফীতির কারণে ডলারের হিসাবে কমেছে এই হিসাব।


শেয়ার করুন