০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৫৪:২৭ অপরাহ্ন
নওয়াজের হাতেই ক্ষমতার চাবি, রেকর্ড ভেঙে মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৪
নওয়াজের হাতেই ক্ষমতার চাবি, রেকর্ড ভেঙে মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম

পাকিস্তানের প্রধানমন্ত্রী না হলেও পর্দার আড়ালে ক্ষমতার চাবি নিজ হাতেই রেখে দিচ্ছেন নওয়াজ শরিফ। প্রধানমন্ত্রী পদ নওয়াজ শরিফের ছোটভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজের জন্যই বরাদ্দ রাখা হয়েছে। 


তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) মনোনয়ন দিয়েছে তার মেয়ে মরিয়ম নওয়াজকে। 


এরই মধ্যে ৫ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছেন মরিয়ম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন একটি নতুন যুগের। 


পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী, নতুন সরকার গঠন করতে একমত হয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিএমএলএন। সেই সরকারের প্রেসিডেন্ট পদ দেওয়া হবে পিপিপির সহসভাপতি, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে।


মন্ত্রিপরিষদে কোন দল কোন পদ পাচ্ছে তা স্থির হয়নি। কিন্তু পিএমএলএনের পার্লামেন্টারি কমিটি বুধবার মিটিংয়ে পাঞ্জাবে দলীয় মুখ্যমন্ত্রীর পদে মনোনয়ন দেয় মরিয়মকে। এর পর ভাষণ দিয়েছেন তিনি। 


বলেছেন, পাঞ্জাবে একটি নতুন যুগের সূচনা হবে। পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পিএমএলএন বিজয় অর্জন করার কারণে অভিনন্দন জানাই। যদি ভোটে নির্বাচিত হন তা হলে পাকিস্তানের কমপক্ষে সাত দশকের ইতিহাসে তিনিই হবেন প্রথম কোনো নারী মুখ্যমন্ত্রী। পাঞ্জাব প্রদেশের জনসংখ্যা কমপক্ষে ১২ কোটি ৭০ লাখ। এই সংখ্যা পাকিস্তানের মোট জনসংখ্যার কমপক্ষে অর্ধেক। এর দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। 


মরিয়ম সদ্য অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে বলেন, এটা খুব কঠিন নির্বাচন ছিল। পাঞ্জাবের জনগণ আমাদেরকে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করার জন্য তাদের ধন্যবাদ জানাই। সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা রেকর্ড গড়ব। নির্বাচনের পর থেকে আমি স্থির নেই। আমাদের সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। 


উল্লেখ্য, পিএমএলএনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। তার পিতা নওয়াজ শরিফকে গ্রেফতার, জেলে পাঠানো এবং সর্বশেষ তিনি স্বেচ্ছায় নির্বাসনে যাওয়ার পর দলকে তার চাচা শেহবাজ শরিফের পাশে থেকে সংগঠিত রেখেছেন। 


তিনি বলেন, পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি ব্যাপকভাবে সম্মানীত বোধ করছেন। এই সম্মানকে তিনি তার মেয়ে, মা, বোন এবং সংরক্ষিত নারী আসনের উদ্দেশে উৎসর্গ করেছেন। 


শেয়ার করুন