২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:২১:০৯ পূর্বাহ্ন
অবশেষে মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণে বিল পাস
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২২
অবশেষে মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণে বিল পাস অবশেষে মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণে বিল পাস

যুক্তরাষ্ট্রে একের পর এক স্কুল, গির্জা, সুপারমার্কেটে বন্দুক হামলার পর আইন কঠোর করতে অস্ত্র নিরাপত্তা বিল পাস করেছে মার্কিন সিনেট।

বৃহস্পতিবার রাতে পাস হওয়া বিলটি গত ৩০ বছরে আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন হতে চলেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিল পাস করতে ন্যূনতম ৬০ জনের সমর্থনের প্রয়োজন হয়। ৬৫টি ভোট নিয়ে বৃহস্পতিবার সিনেটে বিলটি পাস হয়। বিপক্ষে ভোট পড়েছিল ৩৩টি।

রিপাবলিকানরা মূলত অস্ত্র আইন কঠোর করার পরিবর্তে নিরাপত্তা বাড়ানো ও মানসিক স্বাস্থ্য আইন উন্নত করতে আগ্রহী। তবে বৃহস্পতিবার সিনেটের ভোটাভুটিতে ১৫ রিপাবলিকান ডেমোক্র্যাটের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে ভোট দেন।

গত মাসে নিউইয়র্কের বাফেলোর সুপারমার্কেটে ও টেক্সাসের উভালদেতে এক প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে ৩১ জন নিহত হন। এর পরই অস্ত্র নিরাপত্তা কঠোর করতে পাস হলো এ বিল।

তবে প্রস্তাবিত আইন নিয়ে এখনো বিতর্ক রয়েছে। ডেমোক্র্যাট সদস্য ও অ্যাক্টিভিস্টদের অনেকের দাবি, আইনে নিরাপত্তার প্রস্তাবগুলো যথেষ্ট কঠোর নয়। বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তোলা হবে। সেখানে পাস হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। আগামী কয়েক দিনের মধ্যেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারে।

রিপাবলিকান সিনেটর টেক্সাসের জন করনিন আইনের আলোচনায় যৌথ নেতা ছিলেন। পার্লামেন্টের আলোচনায় তিনি বলেন, বিলটি আমেরিকাকে আরও নিরাপদ করে তুলবে।

শেয়ার করুন