০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৩১:০৮ পূর্বাহ্ন
আয়ারল্যান্ডকে হারানোর রাতে কোহলিকে কোথায় টপকালেন বাবর
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
আয়ারল্যান্ডকে হারানোর রাতে কোহলিকে কোথায় টপকালেন বাবর

বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের রেকর্ড ভাঙা গড়ার প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। এই প্রতিযোগিতায় কখনোবা বাবর এগিয়ে যাচ্ছেন, কখনোবা কোহলি। আয়ারল্যান্ডকে হারানোর রাতে এক রেকর্ডে কোহলিকে টপকে সবার ওপরে বাবর।


ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান জিতেছে ৩ ওভার হাতে রেখে ৬ উইকেটে। পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ ৭৫ রান এসেছে অধিনায়ক বাবরের ব্যাটে। ৪২ বলের ইনিংসে ৬ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। এটা বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৬ তম ফিফটি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩ সেঞ্চুরিও রয়েছে তাঁর। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড এখন বাবরের। দুইয়ে থাকা কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ৩৮ টি। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে তাঁর একমাত্র সেঞ্চুরি এসেছে ২০২২ এশিয়া কাপে।


১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২.৩ ওভারে ১ উইকেটে ১৬ রান হয়ে যায় পাকিস্তানের। এসময় দ্বিতীয় উইকেটে ৭৪ বলে ১৩৯ রানের জুটি গড়েন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮ তম ফিফটি পেয়েছেন রিজওয়ান। এক সেঞ্চুরিসহ এটা পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে রিজওয়ানের ২৯ তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। আয়ারল্যান্ড-পাকিস্তান সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ফিফটি করলেও দুজনের কেউই ম্যাচসেরা হতে পারেননি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বাবর-রিজওয়ানের প্রশংসা করে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন বলেন, ‘তারা দুজনই বিশ্বমানের খেলোয়াড় (বাবর ও রিজওয়ান)। তারা জানে কীভাবে অবদান রাখতে হয়। এই পিচে তারা দুজনই ভালো খেলেছে।’ 


টস হেরে গত রাতেও প্রথমে ব্যাটিং পায় আয়ারল্যান্ড। প্রথম ১১ ওভার শেষে ২ উইকেটে ১০৬ রান করেছে আইরিশরা। তবে পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে আইরিশরা ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানে আটকে গেছে। ৭ উইকেটের মধ্যে স্পিনার হিসেবে একমাত্র উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিম। বাকি ৬ উইকেটের ৩ উইকেট নিয়েছেন শাহিন। ২ ও ১ উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ আমির। বোলারদের প্রশংসা করে ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমার মতে সকল কৃতিত্ব আইরিশ ব্যাটারদের। তারা প্রথম অংশ ভালো খেলেছে। তবে আমির, আব্বাস, শাহিন, হাসান আলী দারুণ বোলিং করেছে। তারা ১১ ওভার শেষে ১১০ রান করেছিল। তবে আমরা কয়েকটা উইকেট নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি। শেষের দিকে ভালো বোলিং করেছি।’ 



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা সেরা পাঁচ ব্যাটার

                                                  পঞ্চাশ পেরোনো ইনিংস

বাবর আজম (পাকিস্তান)                          ৩৯ 

বিরাট কোহলি (ভারত)                              ৩৮ 

রোহিত শর্মা (ভারত)                                 ৩৪ 

মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)                ২৯

 ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)                    ২৭


শেয়ার করুন