০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৪:০৩ অপরাহ্ন
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা ফাঁকা
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২২
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা ফাঁকা

বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণার পর থেকে যানবাহনের চাপ কমতে শুরু করেছে পদ্মা সেতুতে। মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজায় অনেকটাই যানবাহনশূন্য দেখা যায়।

মোটরসাইকেল  ছাড়াও ছোট যানবাহন এবং বাসের সংখ্যাটাও ছিল খুবই কম।  দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ টোলপ্লাজা এলাকায় সেতুর উপরে টহল জোরদার করেছে। 

যানবাহন টোলপ্লাজায় এ সময় কোনো অপেক্ষা না করেই টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে। অপরদিকে কিছু সংখ্যক মোটরসাইকেল টোলপ্লাজার অদূরে থাকলেও তারা পদ্মা সেতুতে উঠতে পারছে না বিধায় পিকআপ ভ্যানে করে মোটরসাইকেল নিয়ে পাড়ি দিতে হচ্ছে পদ্মা সেতু।

বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে টোলপ্লাজায এলাকায় আজ মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। অন্যান্য যানবাহন পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে পাড়ি দিতে পারছে।

শেয়ার করুন