০৫ জুলাই ২০২৪, শুক্রবার, ০৮:২৬:২১ অপরাহ্ন
‘বেরিলের’ আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৯০ শতাংশই ধ্বংস, নিহত ৬
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
‘বেরিলের’ আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৯০ শতাংশই ধ্বংস, নিহত ৬

মহাশক্তি নিয়ে আঘাত হেনেছে হারিকেন ‌‘বেরিল’। তার হিংস্র শক্তির দাপটে ইউনিয়ন দ্বীপের সব বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে একটানা বাতাসসহ চার ক্যাটাগরি হারিকেন হিসেবে বেরিল দ্বীপটিতে আঘাত হানে। দ্বীপের ৯০ শতাংশই ধ্বংস করে গেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অতিক্রম করার পরে জ্যামাইকার দিকে অগ্রসর হয়। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। 

দ্বীপটিতে বসবাসকারী হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। অনেকে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, গ্রেনাডা এবং সেন্ট লুসিয়াতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ঝড়ের তাণ্ডব দেখে স্থানীয়রা হতবাক হয়ে গেছেন।

একটি ভিডিও বার্তায় জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দাবলেছেন, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের কাছে অবস্থিত দ্বীপের প্রতিটি বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। মহাশক্তিশালী ঝড় বেরিলের ভয়াবহ ক্ষতচিহ্ন রেখে গেছে গোটা ইউনিয়ন দ্বীপে। প্রায় পুরো দ্বীপের বাসিন্দারা এখন গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, দ্বীপটির প্রায় সব বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে ঝড়ের তাণ্ডবে। বিদ্যুতের খুঁটি রাস্তায় ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।


শেয়ার করুন