০৭ জুলাই ২০২৪, রবিবার, ০৬:১৯:২৮ অপরাহ্ন
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলকে কে নেতৃত্ব দেবেন
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২৪
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলকে কে নেতৃত্ব দেবেন

আগামী মাসে পাকিস্তান সফরে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ২৫ আগস্ট শুরু হতে পারে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে সেপ্টেম্বরের শুরুর দিকে। সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। 

তবে আসন্ন এই সিরিজে পাকিস্তান দলকে কে নেতৃত্ব দেবেন? পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন শান মাসুদ। চলতি বছরের শুরুতে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক করা হয় মাসুদকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্বে ফেরানো হয় বাবর আজমকে। তবে টেস্টে অধিনায়ক পরিবর্তন করা হয়নি। আগামী মাসে হোম সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শান মাসুদই অধিনায়ক থাকবেন।

নকভি প্রকাশ করেছেন তিনি সম্প্রতি দলের উন্নতি নিয়ে আলোচনা করতে ভিডিও কলের মাধ্যমে মাসুদের সাথে কথা বলেছেন। মাসুদ বর্তমানে লন্ডনে কাউন্টি ক্রিকেট খেলছেন, তাই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সামনা সামনি কথা বলার সুযোগ হয়নি।

শেয়ার করুন