২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৩:১৯ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে: কাদের
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৪
কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে: কাদের

নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক মতলবে বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেছে,অস্ত্র নিয়ে মাঠে নেমেছে এমন অভিযোগ তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জুলাই) সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনে অগ্নিসন্ত্রাস করেছে, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল নেই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই। তাতে যানজট বেড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করা হয়েছে। এটি সাধারণ ছাত্রছাত্রীর কাজ নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় জানান, সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখন বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে।

ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনের ওপর ভর করে যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার শিকার মেট্রোরেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন