১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৪:৫৬ অপরাহ্ন
প্রধান বিচারপতির কী করা উচিত, তা ওনার ওপর ছেড়ে দিলাম: আসিফ নজরুল
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২৪
প্রধান বিচারপতির কী করা উচিত, তা ওনার ওপর ছেড়ে দিলাম: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, ‘গণআন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে তার মানে কী তা প্রধান বিচারপতি যেন বুঝতে পারেন।’

আজ শনিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছাত্র জনতার দাবির প্রতি প্রধান বিচারপতির সম্মান জানানো উচিত বলে উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, ‘এখন নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন সমন্বয়করা। এত বড় একটা গণ আন্দোলন, যেখানে ১৬-১৭ বছর ধরে থাকা একটা সরকার, যে সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। ফলে ওই রকম (শিক্ষার্থীদের) জায়গা থেকে চাপ আসা, প্রত্যাশা আসা র পর প্রধান বিচারপতির কী করা উচিত তা ওনার ওপর ছেড়ে দিলাম।’


শেয়ার করুন