২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৫১:২৬ পূর্বাহ্ন
আদালতে সালমান-আনিসুল, বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
আদালতে সালমান-আনিসুল, বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ

আদালতপাড়ায় সালমান এফ রহমান ও আনিসুল হককে বহনকারী পুলিশের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ আগস্ট) বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তাদের আদালতে আনা হয়। এ সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানিয়েছে, ১০ দিনের রিমান্ড চাওয়া হবে তাদের।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।


গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সদরঘাট এলাকা থেকে আওয়ামী লীগের এই হেভিওয়েট দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়।



 

বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে গ্রেপ্তার সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।


ডিএমপির নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।


শেয়ার করুন