২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৫:৪২ পূর্বাহ্ন
বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি স্বজনহারাদের
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি স্বজনহারাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হত্যাকাণ্ডের ‘হুকুমদাতা’ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে তার বিচারের দাবি তুলেছেন নিহতদের স্বজনরা।


বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।


গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার থেকে সরকার পতনের ওই আন্দোলনে নিহত হয়েছে প্রায় তিনশ মানুষ, আহত বহু মানুষের ঠাঁই হয়েছে হাসপাতালে।


মানববন্ধনে শহীদ মিনারের বেদির সামনে গুলিবিদ্ধ সন্তান বা পরিবারের সদস্যদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে দেখা যায় অনেককে।


তাদের অনেকেই কথা বলতে গিয়ে চোখে পানি ধরে রাখতে পরেননি। স্বজনহারাদের আহাজারিতে ভারি হয়ে সেখানকার পরিবেশ।


গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় গোলাগুলিতে নিহত হন রিকশা চালক হাফিজুল সিকদার। মানববন্ধনে হাফিজুলের ছবি নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন তার বাবা আবু বকর সিকদার।


তিনি বলেন, “আমার ছেলে ওই দিন পেট চালিতে রাস্তায় রিকশা নিয়ে বের হইছিল। কিন্তু আার ঘরে ফিরল না। একটা বুলেটে আমার দুইটা নাবালক নাতি এতিম, তার বউ এখন বিধবা।


“এই জন্য শেখ হাসিনা দায়ী। কারণ সে নির্বিচারে গুলি চালাইতে নির্দেশ দিয়েছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।”


শেয়ার করুন