১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:২৪:০০ অপরাহ্ন
সাকিবকে নিয়ে সিদ্ধান্ত আরও পরে
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
সাকিবকে নিয়ে সিদ্ধান্ত আরও পরে

সাকিব আল হাসানের বিপক্ষে হত্যা মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তাকে নিয়ে সিদ্ধান্ত আরও পরে হবে, এমনটিই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ কয়েক জন পরিচালক তেমনই জানিয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানও এই বিষয়ে কথা বলেছেন। নিজের ভাতিজা তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি। এছাড়া বিসিবির বিতর্কিত পরিচালক ইসমাইল হায়দার মল্লিককে নিয়েও মুখ খুলেছেন আকরাম খান। 


গতকাল সাকিবের বিষয়ে কথা বলার শুরুতে বিসিবি পরিচালক আকরাম খান পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, 'সাকিবের পারফরম্যান্স নিয়ে তো বলার কিছু নেই। কোয়ালিটি খেলোয়াড় ছাড়া এ ধরনের অর্জন সম্ভব নয়। তার পারফরম্যান্স সবসময় ভালো। সে যখনই খেলে বাংলাদেশ দলের জন্য আমরা অতিরিক্ত সুবিধা পাই। মুশফিকসহ আরও অনেকে রয়েছে।' 


হত্যা মামলা নিয়ে বলেছেন, 'এখন পর্যন্ত বিসিবিতে আমরা কোনো আইনি কিছু পাইনি। এটা পেলে তখন আমরা সকলে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমাদের বোর্ড সভাপতি ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছেন। আগামীকালের বোর্ড মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।' 


তবে বেশ কয়েকটি সূত্র বলছে, এই মুহূর্তে সাকিবের পারফরম্যান্স নিয়েই সকলে মনোযোগ দিচ্ছেন। তাতে জাতীয় দলে তার খেলা হবে কিনা, সেটি আরও পরে জানা যাবে। ততদিন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলবেন সাকিব। সাকিবের পরে বাংলাদেশ টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে আকরাম খান বলেছেন, 'বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের অর্জন। তিনটি ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে আমাদের পারফরম্যান্স ভালো। আমাদের শক্তিশালী দল রয়েছে। কিন্তু সেভাবে টি-টোয়েন্টি ও টেস্টে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারিনি। এবার পাকিস্তানে গিয়ে আমরা তাদের মতো দলকে হারিয়েছি। যারা আমাদের নিয়ে নেতিবাচক কথা বলত, সেখানে আমরা ইতিবাচক কিছু প্রমাণ করতে পেরেছি। আমরা পরবর্তী ম্যাচটা ভালো করতে পারলে সেই জবাবটা আরও শক্ত হবে।' 


শেয়ার করুন