০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৫:৫০ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তুহিন অলিভার
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৪
রাজশাহীতে বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহী: জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।  

রবিবার (১ সেপ্টেম্বর)  সকাল ৮টায় নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে এই কার্যক্রম করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির  আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ,যুগ্ন-আহবায়ক মোঃ ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, শাহমখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান শরীফ প্রমুখ।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা বলেন, আওয়ামীলীগ স্বৈরাশাসক জনগণের হাতে পতনের পর থেকে দেশ নিয়ে নানা রকম অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে I তাদের এসব অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দাঁড়াতে বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্র হয়ে কাজ করার আহ্বান জানান I 


পরিশেষে নেতাকর্মীরা স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনে সকল নিহতদের আত্মার মাগফেরাত ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় I প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ার করুন