২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৬:০৩ অপরাহ্ন
নোয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৪
নোয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা

নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও পুলিশ সুপারসহ ১২জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা যুব দলের সভাপতি মনজুরুল আলম সুমন বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) মামলাটি দায়ের করেন। রোববার শুনানি শেষে জলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া মামলাটি আমলে নিয়ে জেলার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদন্ত করে আগামী ৩ অক্টোবরের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।


আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি বেনজির আহম্মদ, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ডিআইজি আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার শহিদুল ইসলাম, তৎকালীন জেলা ডিবির পরিদর্শক মো. সাবজেল হোসেন, চৌমুহনী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন, বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান, উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ও মোস্তাক আহমেদ এবং সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। এছাড়া ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেন আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।

শেয়ার করুন