১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:১১:৫৭ পূর্বাহ্ন
লোহিত সাগরে তেলবাহী ২ ট্যাংকারে হুতিদের হামলা
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৪
লোহিত সাগরে তেলবাহী ২ ট্যাংকারে হুতিদের হামলা

লোহিত সাগরে তেলবাহী ২ ট্যাংকারে ফ্বের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হুতিরা সৌদির পতাকাবাহী আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লেগুন ওয়ান নামের দু’টি অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। খবর রয়টার্স ও এপির। 


সোমবারের (২ সেপ্টেম্বর) এই হামলাকে মার্কিন বাহিনী ‘বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছে।


এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে হুতি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে ট্যাংকারটিতে আঘাত হানা হয়েছে। কিন্তু সৌদি ট্যাংকারটিতে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি তারা।  


এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওই দুই ট্যাংকারে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। তাদের এই হামলা দু’টি জাহাজেই আঘাত লেগেছে।


দু’টি জাহাজই অপরিশোধিত জ্বালানি তেল দিয়ে ভরা ছিল বলে মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। 


বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় জাহাজ দু’টি কাছাকাছি ছিল। হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হয়নি। হামলা সত্ত্বেও জাহাজ দু’টি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।


শেয়ার করুন