ময়মনসিংহের ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানে ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগে বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের পর তার বিরুদ্ধে মামলা দিয়েছে বিএনপি। মামলায় বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
ফখরুদ্দিন আহমেদ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপি থেকে বাচ্চুর বহিস্কারের পেছনে একাধিক কারণ রয়েছে।
তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে বিভিন্ন মিল ফ্যাক্টরি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হুমকি দেওয়া এবং লোকজন পাঠিয়ে পেশিশক্তির মহড়া দেখিয়ে স্বার্থ হাসিল করেন। কাঠালী মৌজায় ব্র্যাকের স্বত্ব দখলীয় জমির বাউন্ডারি ওয়াল ভেঙে আনুমানিক দুই একর জমি দখলে নেন ফখরুদ্দিন আহমেদ।
গত ২০১৪ সালের উপজেলা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে তার গ্রুপের দলীয় সব নেতাকর্মী প্রকাশ্যে আওয়ামী লীগের গোলাম মোস্তফার পক্ষে নির্বাচন করেন। বাচ্চুর অনুসারী বিএনপির অঙ্গ-সংগঠনের অনেকেই বহিস্কার হন এ অভিযোগে।