২৮ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৭:৫৭:৫৯ পূর্বাহ্ন
প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৪
প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ

আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ভারতে প্রথম চালানে ১২ টন ইলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালানটি ভারতে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির।


বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার দুই আমদানিকারক প্রতিষ্ঠান আর এস এন্টারপ্রাইজ ও আর জে এন্টারপ্রাইজের তিন ট্রাকে এ ইলিশ বেনাপোল থেকে ভারতের প্রেট্রাপোল বন্দরে পৌঁছেছে।


দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে এ পরিমাণ ২ হাজার ৪২০ টনে এসে দাঁড়ায়। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।


শেয়ার করুন