রাজশাহীতে বাস হেলপার বিপ্লব (২৬) নামের এক যুবক বাসের কাজ করার সময় বিদ্যুৎ শক খেয়ে মৃত্যু বরণ করেন।
রবিবার( ২৭ অক্টোবর) সন্ধা ৬টায় শাহমখদুম থানাধীন খানকাহ শরিফের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
তিনি রাজশাহী জেলার বাঘমারা থানার দক্ষিণ জামালপুর গ্রামের আশরাফুলের ছেলে। বর্তমানে তিনি বেলদার পাড়ায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপ্লব যে বাসে হেলপারি করতো, সেই বাসটি হিরোর গ্যারেজে মেরামতের কাজ চলছিলো। এমতাবস্থায় সে বাসের নিচে যায় একটা নাট লাগানোর জন্য তখন সে বিদ্যুৎ এর শক খেয়ে চিৎকার দিয়ে ওঠে, তা শুনতে পেয়ে সেখানে থাকা স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম এই বিষয়ে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আমাদেরকে একটা অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট দেয়। এর প্রেক্ষিতে আমরা ইউডি মামলা রুজু করেছি । এই বিষয়ে একজন সাব ইন্সপেক্টর তদন্তের দায়িত্বে আছেন। তদন্ত শেষে ব্যবস্থা নিবেন।