সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আজ রোববার সকালে সম্পন্ন হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দেশের তরে প্রাণ বিসর্জন দেওয়া এই ৬ রেমিট্যান্স যোদ্ধা ও বীর সৈনিকরা হলেন: ১. করপোরাল মো. মাসুদ রানা (নাটোর) ২. সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম) ৩. সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম) ৪. সৈনিক শামীম রেজা (রাজবাড়ী) ৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ৬. লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
জানাজা শেষে শহীদদের মরদেহ তাদের নিজ নিজ গ্রামে পাঠানো হয়েছে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের এই বীর সন্তানদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

