২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:১০:৩৫ অপরাহ্ন
ক্যান্সারে আক্রান্ত খালিদ বাঁচতে চায়
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২২
ক্যান্সারে আক্রান্ত খালিদ বাঁচতে চায়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৬৯ ব্যাচের মেধাবী শিক্ষার্থী খালিদ সারকোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

ডাক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তার এ রোগের চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন; যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। সম্প্রতি এই মেধাবী শিক্ষার্থী দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা লাভের জন্য স্কলারশিপপ্রাপ্ত হন।

কিন্তু ক্যান্সার আজ তার স্বপ্ন পূরণের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। একটু মানবিক সহায়তাই পারে তার জীবনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে। খালিদের পরিবার ও তার বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

মানবিক সহায়তা পাঠানোর ঠিকানা- ব্যাংক অ্যাকাউন্ট- মো. মাহফুজার রহমান (খালিদের পিতা) A/C:- ২০৫০১১২০২০০৩৫০১০১ বগুড়া ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক লিমিটেড ও A/C:- ০৬২০৫০১০১২০৮২ কাহালু বগুড়া ব্রাঞ্চ, সোনালী ব্যাংক।

শেয়ার করুন