১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ০২:১৭:৩৭ অপরাহ্ন
বজ্রপাতে রাবি শিক্ষার্থী আহত
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২২
বজ্রপাতে রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বজ্রপাতে তসলিম হোসেন নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


আহত তসলিম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র। তিনি নবাব আব্দুল লতিফ হলের ৩৪০ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বেলা ৩টার দিকে নবাব আব্দুল লতিফ হলের পাশে বজ্রপাত হতে থাকে। এ সময় হলকক্ষের জানালার পাশে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন তসলিম। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘বৈরী আবহাওয়া থাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। তার কিছুক্ষণ পরই খবর পাই লতিফ হলের একজন বজ্রপাতে আহত হয়েছে। ভয়ে তার প্যানিক অ্যাটাক হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন