নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পাবনার বেড়া উপজেলায় নকল দুধ উৎপাদনের দায়ে এক দুগ্ধ কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) বেড়া উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় জয়দেব ঘোষ (৪৫)-এর দুগ্ধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ এবং দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র রায় ও পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে তা স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল। অভিযানের সময় আসামি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল দুধ তৈরি ও বাজারজাত করার বিষয়টি স্বীকার করেন।
অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় জয়দেব ঘোষকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নকল ও ভেজাল দুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। নিয়মিতভাবে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলে ভেজালকারীরা নিরুৎসাহিত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য পাবে।

