বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮৭৮) এর উদ্যোগে রানিং স্টাফ ও অন্যান্য কর্মচারীদের ডিসেম্বর/২০২৫ মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার থেকে ১টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, রাজশাহী শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শামীম আকতারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, দেশের অন্যান্য প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা ডিসেম্বর ২০২৫ মাসের বেতন যথাসময়ে পেয়েছেন। তবে রাজশাহীর রানিং স্টাফরা এখনও বেতন পাননি। নির্ধারিত সময়ে বেতন প্রদান না হওয়ায় সমস্যার আশঙ্কায় সংগঠন গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছিল। কিন্তু অদ্যবধি বেতন প্রদানের কোন সম্ভাবনা দেখা যায়নি। এর ফলে লোকো রানিং স্টাফদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ডিসেম্বর/২০২৫ মাসের নিয়মিত বেতন ১২ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পরিশোধ না হলে রাজশাহীর বাইরে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
সমাবেশ শেষে ইউনিয়নের নেতৃবৃন্দ রাজশাহী রেলওয়ের জেনারেল ম্যানেজার, পশ্চিমাঞ্চলকে বিষয়টি মৌখিকভাবে অবগত করেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক কার্যালয়ের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

