 
                         
                    
                                            
                        
                             
                        
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ীর ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও আদরী (৩৫)। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহতদের মধ্যে এক নারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

