০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৩:১৭:০৭ পূর্বাহ্ন
রাজশাহীতে স্তন ক্যান্সার সচেতনতা ছড়াতে গোলাপি সড়ক শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৫
রাজশাহীতে স্তন ক্যান্সার সচেতনতা ছড়াতে গোলাপি সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। শুক্রবার সকালে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সংগঠক, সংস্কৃতিজন ও ক্যান্সার জয়ীরা অংশ নেন।

এই শোভাযাত্রার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা। ঢাকা থেকে শুরু হওয়া এই দীর্ঘ শোভাযাত্রা আজ রাজশাহীতে এসে পৌঁছেছে এবং এখান থেকে খুলনা পর্যন্ত চলবে। পথে মোট ১৭টি স্থানে পথসভা, শোভাযাত্রা ও তথ্যবহুল লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ রাসকিন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডা. সৈয়দ হুমায়ুন কবির

পথসভায় বক্তৃতা দিতে গিয়ে ডা. সৈয়দ হুমায়ুন কবির বলেন,

“স্তন ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়েই ধরা যায়, তাহলে সঠিক চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু অনেক নারী লজ্জা বা ভয় থেকে এই বিষয়ে কথা বলেন না বা নিজেরা কিভাবে পরীক্ষা করবেন, তা জানেন না। শহরে কিছু সচেতনতা থাকলেও গ্রামাঞ্চলে এখনো অনেক অজানা রয়ে গেছে।”


তিনি আরও জানান, অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। তাই এই মাসে গোলাপি সড়ক শোভাযাত্রার মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, রাজশাহীসহ সারাদেশে এই উদ্যোগ নারীদের মধ্যে ক্যান্সার সচেতনতা বাড়াবে এবং প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্তকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন