 
                         
                    
                                            
                        
                             
                        
চট্টগ্রাম নগরের পুলিশ বহনকারী একটি বাস উল্টে ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারের ভেতরের এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যরা বাস করে দামপাড়া পুলিশ লাইন্স থেকে সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন। এসময় সিএমপির হেডকোয়ার্টারের ভেতরের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২০ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে ১২ জন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

