২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩০:৪২ অপরাহ্ন
সাফের সেরা গোলরক্ষক রূপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
সাফের সেরা গোলরক্ষক রূপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা

নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে জয়সূচক গোল করেন ঋতুপর্ণা চাকমা। এছাড়া পুরো টুর্নামেন্টে  নজরকাড়া পারফর্ম করে সাফের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই উইঙ্গার। অন্যদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন রূপনা চাকমা।  


বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একাধিক সুযোগ নষ্ট করে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল। বিরতি থেকে ফিরে মনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্রুতই স্বাগতিকদের সমতায় ফেরান আমিশা কার্কি। তবে ঋতুপর্না চাকমার অসাধারণ এক গোলে ফের এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধরা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। 


সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঋতুপর্ণা বলেন, 'আমার অনেক ভালো লাগছে। প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার পরিবার আমাকে অনেক সমর্থন করেছে। বাংলাদেশের মানুষদের কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন ও দোয়ায় আমরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছি।'


২০২২ সালে সাফের গত আসরে নেপালকেই একই ভেন্যুতে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন।


শেয়ার করুন