১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৮:১০:৪১ পূর্বাহ্ন
রহমানউল্লাহকে ফেরালেন তাসকিন
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
রহমানউল্লাহকে ফেরালেন তাসকিন

আফগান তারকা ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরালেন তাসকিন আহমেদ।


বাংলাদেশ দলের এই গতিময় পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ।


তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ১.৫ ওভারে দলীয় ৭ রানে ফেরেন গুরবাজ। তার আগে ৭ বলে এক বাউন্ডারিতে করেন ৫ রান।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।


বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।


বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।  


শেয়ার করুন