আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটার অবশিষ্ট অংশ সংরক্ষণ এবং ভাঙা অংশের সুষ্ঠু তদন্তসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিকেলে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও চলচ্চিত্র নির্মাতাদের একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে মূল দাবিগুলো ছিল ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটার বেঁচে থাকা অংশ (০.১৬০৩ একর) সংরক্ষণ, ভবিষ্যতে চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার জন্য জমি অবমুক্তকরণ, এবং রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইজারা পুনর্বিবেচনা করে তা বাতিলের আহ্বান। সোসাইটি চায় এই জমিকে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি বা জেলা প্রশাসনের নামে সংরক্ষিত ঘোষণা করে সেখানে ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ করা হোক।
দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, পৈতৃক বসতভিটা সংরক্ষণ এবং সেখানে ভবিষ্যতে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা।
চলচ্চিত্রবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের জন্য একটি কেন্দ্র স্থাপন, যেখানে থাকবে স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, এক্সিবিশন গ্যালারি, এবং গ্রন্থাগার। সাংস্কৃতিক কর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশ্রামাগার এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা। ঋত্বিক ঘটকের স্মৃতিকে সম্মান জানাতে সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর প্রতিষ্ঠা।
এদিকে ঋত্বিক কুমার ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, মোহাম্মদ তাওকীর ইসলাম, ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এবং খাপড়ার সম্পাদক নাদিম সিনা উপস্থিত ছিলেন।