২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:২৪:২৩ অপরাহ্ন
রাসিকের ৪৩ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৪
রাসিকের ৪৩ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি

নগরীর সড়কবাতি দিয়ে রাজশাহী শহরকে আলোকিত করতে গিয়ে বিদ্যুৎ বিলের চাপে পড়েছে রাজশাহী সিটি করপোরেশন। নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সিটি করপোরেশনের কাছে সাড়ে ৪৩ কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এতদিন রাজনৈতিক সমঝোতার কারণে বিষয়টি নিয়ে নীরব থাকলেও বর্তমানে বিদ্যুৎ বিল আদায়ে উদ্যোগী হয়েছে নেসকো।


সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই সড়কবাতি প্রকল্পটি আসলে সরকারি সম্পদের অপব্যবহার এবং বিলাসী প্রকল্প, যার দায়ভার সাধারণ জনগণকে বহন করতে হবে। রাজশাহী জেলা সুজনের সমন্বয়ক মিজানুর রহমানের মতে, এই অতিরিক্ত খরচ জনগণের হোল্ডিং ট্যাক্স এবং অন্যান্য করের মাধ্যমে পূরণ করা হতে পারে। এমন প্রকল্প নগরবাসীর জন্য অনাকাঙ্ক্ষিত বোঝা বলে তিনি মনে করেন।


২০২১-২২ অর্থবছরে ১০৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে রাজশাহী শহরের ২৩ কিলোমিটার সড়কজুড়ে চীন ও ইতালি থেকে আমদানি করা নান্দনিক সড়কবাতি স্থাপন করা হয়। এই উদ্যোগ নগরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য নেয়া হলেও এর কারণে সিটি করপোরেশনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ হুমায়ূন কবীর জানান, অতিরিক্ত সড়কবাতির সংখ্যা কমিয়ে বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বলেন, সৌন্দর্য বৃদ্ধির নামে অর্থের অপচয় হয়েছে, এবং এখন সেটির সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে।


এদিকে, নেসকো জানায়, তারা বকেয়া পরিশোধের জন্য সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে এবং দ্রুত বিল পরিশোধের দাবি জানিয়েছে।







শেয়ার করুন