২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:১১:৪৬ পূর্বাহ্ন
বিএনপিসহ সমমনাদের হরতাল: চার বাসে আগুন ভাঙচুর ১৩
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
বিএনপিসহ সমমনাদের হরতাল: চার বাসে আগুন ভাঙচুর ১৩

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীসহ সারা দেশে হরতাল করেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। মঙ্গলবার সকাল-সন্ধ্যা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন দলগুলোর নেতাকর্মীরা। 


একই কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বিভিন্ন এলাকায় তারা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন। তবে এদিন রাজপথে নেতাকর্মীদের উপস্থিতি বেশি দেখা গেছে। 


বিক্ষোভ মিছিলকালে নেতারা বলেন, সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য বিরোধী দলগুলোর আন্দোলন বানচাল করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নাশকতা করে চলমান আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়। আওয়ামী লীগের লোকজনই নাশকতার সঙ্গে সরাসরি জড়িত। 


মঙ্গলবার রাজধানীতে তিন, চট্টগ্রামের চন্দনাইশে একটি ও ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 


বরিশালে ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ফেনীর দাগনভ‚ঞা, ময়মনসিংহের গৌরীপুর, চট্টগ্রামের বাঁশখালী ও গাইবান্ধার পলাশবাড়ীতে ১৩টি বাস-ট্রাক ভাঙচুর করা হয়েছে। রাজধানী, নোয়াখালীর বেগমগঞ্জ ও চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। 


এ ছাড়া চট্টগ্রাম ও ফেনীর দাগনভ‚ঞায় আহত হয়েছে ছয়জন। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-


রাজধানীতে বিক্ষোভ: মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। 


রিজভী বলেন, সরকার দেউলিয়া হয়ে গেছে। এজন্য একতরফা নির্বাচন করতে ব্যস্ত। উলটো বিরোধী দলের ওপর নানাভাবে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুধু বিএনপি নয়, জনগণকেও ক্ষমতাসীন সরকার শক্র মনে করছে। এজন্য নানাভাবে তারা নাশকতার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। 


মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুর রহিম, জাকির হোসেন সিদ্দিকী, মাসুদ খান পারভেজ, কামরুজ্জামান জুয়েল প্রমুখ। সকালে শান্তিনগরে পৃথক আরেকটি মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রাশেদ সরকার প্রমুখ। 


দিনের বিভিন্ন সময়ে রাজধানীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। 


মিছিলগুলোতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, জয়দেব জয়, মাহাবুব ফরাজী, এসএম সায়েম, মনির হোসেন মৃধা, দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহী, হাসান আলী, ওমর ফারুক, সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। 


রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল থেকে দুজনকে আটকের অভিযোগ করেছে ছাত্রদল। দুপুরে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। কমলাপুরে বিক্ষোভ করেছে যুবদল। মিরপুরে বিক্ষোভ করেছে কৃষক দল ও বাঙলা কলেজ ছাত্রদল।


গণতন্ত্র মঞ্চসহ সমমনাদের বিক্ষোভ: হরতাল সমর্থনে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। 


এ সময় নেতারা বলেন, তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে। নিহতের ঘটনা ঘটেছে। এ রকম নাশকতার সঙ্গে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা (সরকার) নাশকতা করে আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়। 


এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। 


হরতাল সমর্থনে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট। 


সকালে বিজয়নগরে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। যুগপৎ আন্দোলনে না থাকলেও হরতাল সমর্থনে পল্টনে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে এলডিপি। 


এদিন বিক্ষোভ মিছিল বের করে গণফোরাম (মন্টু), বাংলাদেশ পিপলস পার্টি, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। 


জামায়াতের বিক্ষোভ: এদিন হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। 


মঙ্গলবার সকালে পান্থপথ, বিমানবন্দর, কাজীপাড়া, দক্ষিণখান, মগবাজার, বসিলা, মিরপুর, শ্যামলী, যাত্রাবাড়ী, খিলগাঁও, মতিঝিল, বেইলী রোড, ডেমরা, বাদামতলী, সূত্রাপুর, ধোলাইপাড়, ঢাকা-নারায়ণগঞ্জ রোড, সবুজবাগসহ বিভিন্ন স্থানে মিছিল করেন তারা।


রাজধানীতে তিন বাসে আগুন: রাজধানীতে মঙ্গলবার তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গুলিস্তান, বনশ্রী, শনির আখড়ায় পৃথক তিনটি আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, তিনটি বাসে আগুনের ঘটনায় আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট ও ৩০ জন জনবল কাজ করে। 


চট্টগ্রাম, চন্দনাইশ ও বাঁশখালী: নগরীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও ছাড়েনি দূরপাল্লার বাস। হরতালের সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া হরতালের সমর্থনে সোমবার রাতে বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করা হয়। 


বিএনপির দাবি, মিছিলে পুলিশের গুলিতে তিন যুবদল নেতা আহত হয়েছেন, গ্রেফতার হয়েছে আরও ৯ নেতাকর্মী। 


দুপুরে নগরীর গোল পাহাড় মোড়, ওআর নিজাম রোড ও প্রবর্তক মোড় এলাকায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। 


এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম।


সকালে নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। 


এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। 


চন্দনাইশে দুর্বৃত্তের দল মিনিবাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। 


এছাড়া বাঁশখালী উপজেলা চাম্বল বাজারে হরতালের সমর্থনে তিন গাড়ি ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার আফজল আহমদের ছেলে মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। 


দাগনভূঞা (ফেনী): সোমবার রাতে ফেনী-নোয়াখালী সড়কে দাগনভ‚ঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকুর নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়। 


মিছিলটি জায়ল্লর ইউনিয়নের জায়ল্লর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোল্লাঘাটা পর্যন্ত আসার পথে মিছিলে অতর্কিত হামলা করে সরকারদলীয় নেতাকর্মীরা। হামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারিছ আহমেদ পেয়ার, যুবদল নেতা নাসির উদ্দিন ও মাহবুব আহত হয়। 

গাইবান্ধা: পলাশবাড়ীতে পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে।


বরিশাল: ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টাসহ ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নগর বিএনপি। এছাড়া বিভিন্ন স্থানে যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। 


মঙ্গলবার সকালে নগরীর রূপাতলী এলাকার শহিদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে মালবাহী এক ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়। 


এরপর মহাসড়কের কাশিপুরে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় নেতাকর্মীরা পার্শ্ববর্তী সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালায়। কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বগুড়া রোডে বিক্ষোভ মিছিল করেছে। 


এছাড়া নগরীর বিএম কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল কবির রনির মুক্তি দাবি করেন। এরপর হাসপাতাল রোডে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। 


দুপুরে হাসপাতাল রোডে ল’ কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। 


এ সময় নেতাকর্মীরা হরতাল সফলে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসাবে আখ্যা দিয়ে তা বাতিলে বিভিন্ন স্লোগান দেন।


গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় মঙ্গলবার দুপুরে বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। 


এরপরই হরতালকারীরা উপজেলার গাঁওরামগোপালপুর এলাকায় বিআরটিসির দ্বিতলা বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিক্ষুব্ধ এলাকাবাসী হরতালকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। 


নোয়াখালী (উত্তর) ও বেগমগঞ্জ: মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশকে ইটপাটকেল ছুড়লে পুলিশ তিনজনকে আটক করে। মঙ্গলবার সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়।


ফরিদপুর: বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা যুবদল। মঙ্গলবার সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কেএম জাফর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


শেয়ার করুন