০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৬:০৩ পূর্বাহ্ন
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।


শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ (মঙ্গলবার) ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এ ছাড়া বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপে বসবেন তিনি।


এর অংশ হিসেবে বিএনপির সঙ্গে বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। বিএনপি জানিয়েছে, এতে দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন-এর নেতৃত্বে ৫ জন প্রতিনিধি অংশ নেবেন। 



শেয়ার করুন