২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:২৩:৩২ পূর্বাহ্ন
হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৪
হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

৪৭তম বিসিএসের অনলাইনের আবেদন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। 


স্থগিতের বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।


তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।


শেয়ার করুন