২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:২০:৩৪ অপরাহ্ন
পোকামাকড় কামড়ালে কোন লক্ষণ দেখলে ডাক্তারের কাছে যাবেন?
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৫
পোকামাকড় কামড়ালে কোন লক্ষণ দেখলে ডাক্তারের কাছে যাবেন?

আমরা প্রায় দেখি পোকা কামড়ালে সামান্য চুলকানি, লালচে ভাব কিংবা ফোলা দেখা দেয়। আবার কয়েক দিন পর সেরেও যায়। তবে কয়েকটি লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।


কারণ বর্ষার সময়ে পোকার কামড়ে অনেকের জ্বর আসে। অনেকেই এ নিয়ে আতঙ্কে থাকেন। এ ছাড়া নানা রকম পোকামাকড়ের কামড়ে ত্বকে অ্যালার্জি সৃষ্টি হয়। আর পোকার কামড়ের পর যদি দেখেন ত্বকে জ্বালা বাড়ছে, ক্ষত স্থান ফুলে গেছে কিংবা পুঁজ বের হচ্ছে, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। কারণ এর লক্ষণ ভালো নয়। 


পোকার কামড়ে গুরুতর অ্যালার্জির সংক্রমণ কিংবা অ্যানাফাইল্যাক্সিস দেখা দিলে এতে ত্বকে মারাত্মক প্রদাহ শুরু হয়, সেই সঙ্গে শ্বাসকষ্টও দেখা দেয়। এমনকি ঠোঁট, জিভ ফুলেও যেতে পারে। আর রক্তচাপ আচমকা কমে গিয়ে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। আবার কিছু ক্ষেত্রে বমি ভাব, ডায়রিয়াও দেখা দিতে পারে।


আর বর্ষাকালে এঁটুলি পোকার মতো দেখতে ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের মতো পরজীবী পোকাগুলোর আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর যদি এ থেকে কামড় দেয়, তবে জীবাণু সংক্রমণ ঘটে। আর তাতে শরীরে জ্বর ও খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। তবে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন।


আবার দেখা যায়, ডাস্ট মাইট নামে ছোট ছোট এক ধরনের পোকার উৎপাত। এ পোকাগুলো বিছানা, কার্পেটসহ আসবাবে বাসা বাঁধে। এদের কামড়ে ত্বকের অ্যালার্জি হতে পারে। চলুন, জেনে নেওয়া যাক, পোকার কামড়ে কোন লক্ষণ দেখলে চিকিৎসকের কাছে যাবেন—


সাধারণত পোকা কামড়ালে অসম্ভব চুলকায়। ত্বক লালচে র্যাশ দেখা দেয়। এতে অতিরিক্ত অ্যালার্জিতে চোখ, মুখ, ঠোঁট বা গলার ভেতর ফুলে যাওয়ার লক্ষণও দেখা দেয়। অনেকে বুকে চাপ, ব্যথা, শ্বাসকষ্ট অনুভব করেন। আর পোকার কামড়ে ত্বকের রং বদল হয়। ত্বকের স্বাভাবিক রং বদলে যায়, চামড়ায় নীলচে কিংবা কালো ছোপ দেখা দেয়, তাহলে ওই জায়গায় রক্ত জমাট বেঁধে বিপত্তি ঘটতে পারে। তাই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 


এ ছাড়া পোকার কামড়ের জায়গায় ঘা হলে কিংবা পুঁজ বের হলেও আপনি চিন্তামুক্ত নয়। শুধু অ্যান্টিসেপ্টিক মলম লাগালে ক্ষত সারবে না। এমন ক্ষত ফেলে রাখলে তা থেকে ত্বকের গুরুতর সংক্রমণ ঘটতে পারে। সুতরাং চিকিৎসকের কাছে যেতে হবে।


শেয়ার করুন