২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৭:১১ পূর্বাহ্ন
ভদ্রায় ‘মিঠাই বাজার’-এর চতুর্থ শাখার উদ্বোধন
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৫
ভদ্রায় ‘মিঠাই বাজার’-এর চতুর্থ শাখার উদ্বোধন

রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় স্বনামধন্য মিষ্টির ব্র্যান্ড ‘মিঠাই বাজার’-এর চতুর্থ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে লক্ষিপুর, বিনোদনপুর ও উপশহর এলাকায় প্রতিষ্ঠানটির তিনটি শাখা সফলভাবে সুনাম অর্জন করে পরিচালিত হচ্ছে।


আজ বেলা ১টায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল পরিচালনা করেন হুজুর মো. এহেসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওয়াসিউদ্দিন আহম্মেদ পাভেল।


উদ্বোধন উপলক্ষে আগত প্রতিটি গ্রাহকের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে মিষ্টির বক্স, যা গ্রাহকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।

স্বত্বাধিকারী ওয়াসিউদ্দিন আহম্মেদ পাভেল বলেন,


মিঠাই বাজারের মূল লক্ষ্য হলো মানসম্মত ও সুস্বাদু মিষ্টি সবার কাছে সহজে পৌঁছে দেওয়া। নতুন শাখা চালুর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারছি—এটাই আমাদের জন্য বড় অর্জন।

নতুন শাখা চালুর ফলে ভদ্রা আবাসিক এলাকার মিষ্টিপ্রেমীরা এখন আরও দ্রুত, সহজে ও নিশ্চিন্তে মিঠাই বাজারের সুস্বাদু মিষ্টি সংগ্রহ করতে পারবেন।

শেয়ার করুন