১৩ মে ২০২৫, মঙ্গলবার, ০৫:৩২:৪৪ অপরাহ্ন
উন্নত চিকিৎসা নিতে ভারত গেলেন রাজশাহীর সিনিয়র সাংবাদিক লিটন
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২২
উন্নত চিকিৎসা নিতে ভারত গেলেন রাজশাহীর সিনিয়র সাংবাদিক লিটন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও রাজশাহীর সিনিয়র সাংবাদিক বদরুল হাসান লিটন উন্নত চিকিৎসার জন্য ভারত গিয়েছেন। গত ১৫ জুন তিনি রাজশাহী থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন।


সাংবাদিক লিটন জানান, শারীরিক বিভিন্ন সমস্যার উন্নত চিকিৎসা নিতে ভারতের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে যাবেন। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।


বদরুল হাসান লিটন বর্তমানে একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও দেশের প্রথম অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও উত্তরাঞ্চলের একমাত্র নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত নিউজ পোর্টাল পদ্মাটাইমস এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন