২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩১:২৩ অপরাহ্ন
গোদাগাড়ীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি রিয়াজ উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২২
গোদাগাড়ীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি রিয়াজ উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক রিয়াজ উদ্দীন আহমেদ মাস্টারের ৪১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।


বুধবার বিকাল সাড়ে ৩ টায় তার পরিবারের পক্ষে পৌত্র রিয়াসাত হাসান বাবুর পৌর এলাকার শ্রীমন্ত পুর বাস ভবন তার দাদার রুহের মাগফিতের জন্য পারিবারিকভাবে দোয়া মাহফিল করা হয়।


উল্লেখ্য যে মরহুম রিয়াজ উদ্দীন আহমেদ মুজিবনগর সরকারের এমপি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সে সময় কারা বরণ করেন ও গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক উন্নয়ন মূলক সংগঠনের সঙ্গে জড়িত ও তিনি গোদাগাড়ীর উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।


তিনি ১৯০৭ সালে ১লা ডিসেম্বর এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।আর ১৯৮১ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্য বরণ করে।

শেয়ার করুন