ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ঝাবরগাছি গ্রামে বিষধর সাপের কামড়ে সম্পা রাণী (২০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২৭ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে সম্পা রাণী নিজ বাড়ির নলকূপে গোসল করতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। সাপের কামড়ের পরপরই তিনি চিৎকার করলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন।
তবে দ্রুত চিকিৎসকের কাছে না নিয়ে, স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাওয়া হয় সম্পা রাণীকে। সেখানে দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁকের নানা চেষ্টা চালানো হলেও বিষের তীব্রতা কমানো সম্ভব হয়নি। অবশেষে চিকিৎসার অভাবে সম্পা রাণী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাকে হাসপাতালে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। তারা বলেন, আধুনিক চিকিৎসার যুগে এখনও ঝাড়ফুঁকের মতো কুসংস্কারে মানুষের প্রাণ চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।
এ বিষয়ে ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হবিবর রহমান চৌধুরী বলেন, “আমি ঘটনাটি শুনেছি এবং খোঁজ নিয়ে জেনেছি—একজন নারী সাপের কামড়ে মারা গেছেন। এটা খুবই দুঃখজনক।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। সাপের কামড়ের মতো জীবনের ঝুঁকিপূর্ণ ঘটনার ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে।”
এদিকে, এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রশাসনের কাছে দাবি জানান—গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক, যেন ভবিষ্যতে এমন প্রাণহানির ঘটনা এড়ানো যায়।