২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:২৮:১৩ পূর্বাহ্ন
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৪
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

শ্রীলংকানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছেন স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন শান্তরা।


শুক্রবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুপুর ২টা ৩০ মিনিটে।


ঘরের মাঠে ২০২১ সালে ২-১ ব্যবধানে লংকানদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লংকানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবেন টাইগাররা।


প্রথম ওয়ানডেতে জবাব দিতে নেমে দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে শান্ত, মাহমুদউল্লাহ ও মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ান টাইগাররা। এতে ৬ উইকেটে বড় জয় পান স্বাগতিকরা।


অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে প্রথম ম্যাচেই পিছিয়ে পড়েন সফরকারীরা। তাই দ্বিতীয় ম্যাচটি লংকানদের সামনে সিরিজ রক্ষার ম্যাচ। ফলে টাইগারদের হারাতে সেরাটা দিয়ে চেষ্টা করবে তারা।


প্রথম ম্যাচ জিতলেও টাইগারদের মাথাব্যথার অন্যতম কারণ টপ অর্ডারের ব্যর্থতা। ওপেনিংয়ে লিটন-সৌম্যকে রানে ফিরাতে চান টাইগার হেড কোচ হাথুরুসিংহে। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহিদ হৃদয়ও। তাই সিরিজ জিততে হলে টপ অর্ডার ব্যাটারদের ভালো করার বিকল্প নেই।


শেয়ার করুন