১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১০:৩৭:৩৪ অপরাহ্ন
পাকা পেঁপে খাওয়া ভালো, তবে অনেক কারণে হতে পারে বিপদও
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
পাকা পেঁপে খাওয়া ভালো, তবে অনেক কারণে হতে পারে বিপদও

আপনি পেপে খান, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু এমন কয়েকটি খাবার আছে, যা পেঁপের সঙ্গে খেলে আপনার বিপদ ঘটতে পারে। হতে পারে হিতে বিপরীত।  চিকিৎসকরা বলেছেন, পেঁপে খান, তবে সাবধানে। শরীরের অন্দরে নানা রকম রোগের প্রকোপ কমাতে পেঁপে হতে পারে আপনার অন্যতম অস্ত্র। পেঁপে স্বাস্থ্যকর হলেও খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। 


কয়েকটি খাবার আছে, যা পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায়। এই যেমন দই। পেঁপে ও দই একসঙ্গে খাবেন না। কারণ পেঁপে ও দই একসঙ্গে খেলে বদহজম হয়, পেটের গণ্ডগোল দেখা দেয়, আবার বমি বমি ভাব হয়। এমনকি বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ঘণ্টা চারেক পর দই খেতে পারেন।


লেবু


পেঁপের সঙ্গে কখনই ভুলেও লেবু খাবেন না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা দেখা দেবে। অনেকেই পাকা পেঁপের ওপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য একেবারেই ভালো নয়। আপনি এ ধরনের খাদ্যাভ্যাস পরিত্যাগ করুন।


 টমেটো


পেঁপে ও টমেটো— এই দুটি খাবার আলাদা আলাদাভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বাধতে পারে বিপত্তি। সালাদের থালায় এই দুটি অনেক সময় একসঙ্গে শোভা পায়। তবে শারীরিক কোনো অসুস্থতা এড়াতে এই দুটি জিনিস কখনই একসঙ্গে খাবেন না।


শেয়ার করুন