২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৪:৩৯:২০ অপরাহ্ন
চাপহীন খেলে সফল বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
চাপহীন খেলে সফল বাংলাদেশ

শেষ ভালো যার, সব ভালো তার। এই কথা সত্য হলে বাংলাদেশের ক্রিকেট একটি দুর্দান্ত বছর কাটাল। যেখানে বছরের শেষ সফরের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছেন টাইগারবাহিনী। কেবল জয় নয়, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে ছেড়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এমন সাফল্য পাওয়ার পেছনে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস চাপহীন খেলার প্রসঙ্গ টেনেছেন। কারও ওপরে কোনো চাপ প্রয়োগ না করে তিনি কেবল এই খেলাকে উপভোগ করার পরামর্শ দিয়েছিলেন সতীর্থদের, আর তাতেই টি-টোয়েন্টি সিরিজে সফল হয়েছে বাংলাদেশ।


গতকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ৮০ রানে হারিয়ে লিটন বলেছেন, 'টেস্টে খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে। ওয়ানডে ফরম্যাটেও ভালো খেলেছি, দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। তাতে সকলেরই মাথায় ভালো ক্রিকেট খেলার বিষয়টি ছিল। আর টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আমি সবকিছু উজাড় করে দিতে বলিনি। প্রতিপক্ষ খুব ভালো ক্রিকেট খেলে। যে কোনো দিনে যে কোনো দলকে তারা ধসিয়ে দিতে পারে। তাতে আমার একটাই বার্তা ছিল- যাব, ক্রিকেটটাকে উপভোগ করব, ফল যা হোক হাসিমুখে গ্রহণ করব। আর যে যার দায়িত্ব পালন করার চেষ্টা করব।' 


লিটনের এমন কথাতেই ধরা দিয়েছে সিরিজ জয়। ওয়ানডেতে ভালো রান করেও ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। তার জবাবটা টাইগার বাহিনী দিয়েছেন টি-টোয়েন্টিতে। ২০ ওভারের এই ফরম্যাটের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ বেশি রান তুলতে পারেনি। তার জবাবে লিটন বলেছেন, 'প্রথম দুদিনের খেলা দেখে মনে হয়েছে ব্যাটিংয়ে আমরা অনেক সংগ্রাম করছি। আসলে উইকেটটা এমনই ছিল, ব্যাটারদের জন্য সহায়ক উইকেট ছিল না। শেষ ম্যাচের উইকেটটা কিছুটা ভালো ছিল। তাতে আমাদের ব্যাটাররা স্কোরবোর্ডে ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পেরেছে।'


উইন্ডিজ সফর নিয়ে লিটন বলেছেন, 'উইকেটের পেছনে থেকে আমি দেখেছি, সফর জুড়ে বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। পেসার-স্পিনার কেউ খারাপ করেননি। প্রত্যেক ব্যাটারকে ভুগিয়েছে। প্রত্যেকটা ম্যাচে বোলাররা নিচে থেকে দায়িত্ব নিয়েছেন। তারা নিজেদের মতো করে ফিল্ডিং সাজিয়েছেন, অনেক কিছু শিখছেন। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো একটা দিক।' 


জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারির আক্রমণাত্মক ব্যাটিং নিয়েও কথা বলেছেন লিটন। তার মতে, 'জাকেরের কথা বিশেষভাবে বলতে হয়। টেস্ট থেকে শুরু করে তিন ফরম্যাটেই সে ধারাবাহিকতা ধরে রেখেছে। এটা একজন ব্যাটারের জন্য বড় পাওয়া, বাংলাদেশ দলের জন্য বড় পাওয়া। ওয়েস্ট ইন্ডিজে এসেই তার ভেতরে ভালো খেলার আত্মবিশ্বাস জন্মেছিল। আর শামীম ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে এসেছে, জাতীয় দলে এসেও তার ধারাবাহিকতা রেখেছে। যদিও উন্নতি করার অনেক জায়গা রয়েছে, কিন্তু লোয়ার অর্ডারে আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট দেখছি, এটা আমাদের দলের জন্য বড় পাওয়া।'


শেয়ার করুন