২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৫৩:৫৫ অপরাহ্ন
ভাতা দ্বিগুণের দাবিতে শাহবাগে অবস্থান ট্রেইনি চিকিৎসকদের
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৪
ভাতা দ্বিগুণের দাবিতে শাহবাগে অবস্থান ট্রেইনি চিকিৎসকদের

মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৫০ হাজার করার দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এই দাবিতে রোববার দুপুরে শাহবাগ সড়কে অবস্থান নিয়েছেন চিকিৎসকরা। দাবি আদায় না হলে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।


এদিকে চিকিৎসকদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। পূর্ব ঘোষণা ছাড়ায় হঠাৎ করে দেওয়া এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছেন এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজন।


তিনি বলেন, ‘দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নিয়েছেন। আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।’


এর আগে সকাল থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নিয়ে স্লোগান দেন প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তাররা।


পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক জাবির হোসেন বলেন, ‘আমরা ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম সরকারকে। এখন সরকার যদি আমাদের সঙ্গে বসতে চায় তাহলে সেই দরজা খোলা। আর যদি বসতে না চায় তাহলে সমাধান হবে রাস্তায়।’


স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আন্দোলনরত চিকিৎসকদের ছয় জনের একটি প্রতিনিধিদলকে ডাকা হয়েছে বলেও জানিয়েছেন জাবির হোসেন। তিনি বলেন, ‘আমাদের ডেকেছে মন্ত্রণালয় থেকে, প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে যাচ্ছি।’


ভাতা বাড়ানোর দাবিতে ২০২২ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। ২০২৩ সালের জুন মাসে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পাঁচ শতাধিক চিকিৎসক।


এরপরও বিভিন্ন সময়ে হাসপাতালের গেইটে, শাগবাগে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন, পালন করেছেন গণ অনশন কর্মসূচি


আন্দোলনের পর গত বছরের জুলাইয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের মাসিক ভাতা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ঘোষণা দেয় তখনকার আওয়ামী লীগ সরকার। তবে ওই ভাতাও ‘যৌক্তিক নয়’ বলে দাবি করে আসছিলেন ট্রেইনি চিকিৎসকরা। এর আগে তারা ২০ হাজার টাকা ভাতা পেতেন।


শেয়ার করুন