নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স মহাসড়কে উল্টে পড়ে থাকায় মল্লিকেরপাড়া এলাকা থেকে দু’প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকেরপাড়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী জৈনপুর এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে এক যুবক নিহত এবং ১০ জন বাসযাত্রী আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস উল্টে পড়ে থাকায় মহাসড়কের দুপ্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাসে থাকা আহত যাত্রী জাহাঙ্গীর আলম ও কামরুন্নাহার জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন। পরে মহাসড়কের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকেরপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী বাস জৈনপুর এক্সপ্রেসের একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে পড়ে। এতে বাসে থাকা এক যুবক ঘটনাস্থলেই নিহত হয় এবং নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।