০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৩:২৫:৫৭ অপরাহ্ন
খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির অনশন
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৩
খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির অনশন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রাজশাহীতে অর্ধ দিনব্যাপী অনশন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে নগরীর ভূবনমোহন পার্কে এ অনশন কর্মসূচি পালিত হয়।


রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এসময় প্রধান বক্তা ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত খালেক, জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বর্তমানে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এমতাবস্থায় দ্রুত দেশের বাইরে পাঠিয়ে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।


পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও দাবি জানান তিনি।


শেয়ার করুন