সর্বশেষ ভারত সিরিজের পর থেকে বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। এমনকি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্টও খেলতে পারেননি তিনি। এ দিকে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও যে সাকিব খেলতে পারছেন না এটা অনেকটা নিশ্চিত। এতে বেশ হতাশ ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে গণমধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, 'সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা....সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা এক রকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি।'
তিনি আরও বলেন, 'রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।'
সাকিবের ১৫ বছরের ক্যারিয়ারের সঙ্গে তার ৮ মাসের রাজনীতি মিলিয়ে ফেলা উচিত নয় বলে মনে করেন সুজন। তিনি বলেন, 'ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে...। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।'