১৩ জানুয়ারী ২০২৫, সোমবার, ১০:৫৮:২৫ অপরাহ্ন
বড় অভিযান ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৫
বড় অভিযান ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত

ইরানের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দেশটির আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। 


তিনি বলেছেন, ইরান বড় আকারের অভিযান এবং আপাতদৃষ্টিতে বৃহৎ শক্তির আন্তঃসংযুক্ত বাহিনীগুলোর সঙ্গে কঠিন এমনকি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।


আইআরজিসির বিমান প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মীদের এক সমাবেশে জেনারেল সালামি এ তথ্য জানিয়েছেন। 


তিনি বলেন, শত্রুদের অবশ্যই এই সত্যটি সম্পর্কে অবগত থাকতে হবে শত্রুর বাড়াবাড়ি, বলদর্পী নীতি এবং আগ্রাসন প্রতিরোধে ইরানের এমন রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে যা সব সময় চলমান, নিখুঁত এবং দৃঢ়।


জেনারেল সালামি জোর দিয়ে বলেন যে ইরানি জাতি শত্রুর বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের স্বাধীনতা,পরিচয়, সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনও সীমানার বাইরের কোনও শক্তির উপর নির্ভর করিনি। মূলত আমরা অন্যদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে দেশের প্রতিরক্ষা কাঠামো তৈরি করিনি।


আইআরজিসির প্রধান কমান্ডার আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি ১ এবং ২ অভিযান ইরানি জাতির ক্ষমতা প্রদর্শনের একটি ক্ষুদ্র অংশ মাত্র। 


তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিদিন আধুনিকায়ন হচ্ছে এবং এগুলোর দক্ষতা, পরিমান এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। 


শেয়ার করুন