১৫ জানুয়ারী ২০২৫, বুধবার, ১১:০৭:১৮ অপরাহ্ন
কুরআনে বর্ণিত রোগ মুক্তির ৬ দোয়া
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৫
কুরআনে বর্ণিত রোগ মুক্তির ৬ দোয়া

মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন মানব জাতির কল্যাণে, সর্ব প্রয়োজনে। মানুষের জীবনে এমন কিছুই হবে না, যা কুরআনে নেই, এমন কিছুই ঘটবে না, যার উল্লেখ কুরআনে আসেনি।


এ পবিত্র কুরআনে এমন কিছু আয়াত ও বাণী রয়েছে- যা মানুষের রোগমুক্তি বা শিফা হিসাবেও কাজ করে। তাই মানুষের জন্য কল্যাণকর হবে কুরআনের ওইসব আয়াত দিয়ে মহান আল্লাহর কাছে রোগমুক্তির প্রার্থনা করা, আস্থা ও বিশ্বাসের সঙ্গে তার ওপর আমল করা।


বিসমিল্লাহসহ কুরআনের প্রথম সূরা ‘ফাতিহা’ (আলহামদুলিল্লাহ) পাঠ করা রোগমুক্তির সবচেয়ে উপকারী আমল। তা ছাড়া কুরআনে আরও এমন কিছু আয়াত উল্লেখ রয়েছে-যেগুলো রোগমুক্তির আমল হিসাবে গণ্য করা হয়।


আয়াতগুলো হচ্ছে:


১. সুরা তাওবার ১৪ নং আয়াত, 


وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِينَ


উচ্চারণ- ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন।


অর্থ: এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।


২. সুরা ইউনূসের ৫৭ নং আয়াত, 


وَشِفَاۤءࣱ لِّمَا فِی ٱلصُّدُورِ وَهُدࣰى وَّرَحۡمَةࣱ لِّلۡمُؤۡمِنِینَ


উচ্চারণ: ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন।


অর্থ: এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।


৩. ছুরা নাহলের ৬৯ নং আয়াত, 


یَخۡرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابࣱ مُّخۡتَلِفٌ أَلۡوَا⁠نُهُ فِیهِ شِفَاۤءࣱ لِّلنَّاسِ


উচ্চারণ: ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।


অর্থ: তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।


৪. সুরা বনী ইস্রাঈলের ৮২ নং আয়াত, 


وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَاۤءࣱ وَّرَحۡمَةࣱ لِّلۡمُؤۡمِنِینَ


উচ্চারণ: ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতুল লিলমু’মিনি-ন।


অর্থ: আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।


৫. সুরা আশ্-শোয়ারার ৮০ নং আয়াত, 


وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ


উচ্চারণ: ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।


অর্থ: এবং (যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন)


৬. সুরা হা-মীম এর ৪৪ নং আয়াত 


قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَّشِفَاءٌ


উচ্চারণ: কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।


অর্থ: (বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার)


শেয়ার করুন