রাজশাহীর বাগমারা উপজেলার বাঁইগাছা উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বাঁইগাছা বাজারে ভবানীগঞ্জ-হাটগাঙ্গোপাড়া সড়কের পাশে এই মানববন্ধন শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার একদল বহিরাগত বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন এবং দুইজন শিক্ষক—জামায়াতের উপজেলা শাখার আমির কামরুজ্জামান (হারুন) ও নূরুল ইসলাম—লাঞ্ছিত হন।
এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকেরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করলেও সেখানে বহিরাগত ১০-১৫ জন এসে বাধা দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নিয়ে ধস্তাধস্তি শুরু করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং শিক্ষকরা এগিয়ে এলে তারাও লাঞ্ছিত হন।
বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম অভিযোগ করেন, বহিরাগতরা শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং এ ঘটনার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ব্যক্তি নাসির উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবকুল হোসেন জানান, শিক্ষাঙ্গনে বহিরাগতদের এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার এবং বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, "হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আকরাম হোসেন জানান, "ঘটনার পরপরই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।"
শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষাঙ্গনে বহিরাগতদের অপতৎপরতা বন্ধ এবং শিক্ষকদের ওপর হামলার সঠিক বিচার দাবি করেছেন।